চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ধীরগতিতে এগোচ্ছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বরাদ্দের মাত্র ৮ দশমিক ৩৩ শতাংশ অর্থ ব্যয় হয়েছে, যা আগের বছরের একই সময়ের ৭ দশমিক ৯০ শতাংশের সামান্য বেশি। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি জানায়, প্রথম চার মাসে ব্যয় হয়েছে ১৯ হাজার ৮৭৮ কোটি টাকা, যা গত বছর ছিল ২১ হাজার ৯৭৮ কোটি টাকা। সরকার পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, কারফিউ ও শাটডাউনের কারণে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। অনেক প্রকল্প পুনর্মূল্যায়ন ও অর্থকাটছাঁটের কারণে স্থবিরতা দেখা দেয়। ২০২৪–২৫ অর্থবছরের সংশোধিত এডিপিতে মোট বরাদ্দের ৬৭ দশমিক ৮৫ শতাংশ অর্থ ব্যয় হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ পয়েন্ট কম। আইএমইডির তথ্যমতে, গত দুই দশকে এত কম বাস্তবায়নের হার আর দেখা যায়নি।