বাংলাদেশ নির্বাচন কমিশন চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে। আসনগুলো হলো পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের উপপরিচালক মো. মামুন অর রশিদের স্বাক্ষরে বুধবার গেজেটটি প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়।
গেজেট অনুযায়ী, পাবনা-১ (নির্বাচনি এলাকা ৬৮) আসনে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার পৌরসভা ও কয়েকটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে। পাবনা-২ (নির্বাচনি এলাকা ৬৯) আসনে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার অবশিষ্ট অংশ অন্তর্ভুক্ত হয়েছে। ফরিদপুর-২ (নির্বাচনি এলাকা ২১২) আসনে নগরকান্দা ও সালথা উপজেলা এবং ফরিদপুর-৪ (নির্বাচনি এলাকা ২১৪) আসনে ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা অন্তর্ভুক্ত হয়েছে।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক ও আইনি বিবেচনায় এই সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে।