Web Analytics
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির জামিনের দায় বিচারকদের, তার নয়। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, জুলাইয়ের মামলাগুলোর প্রায় ৯০ শতাংশ জামিন হাইকোর্ট থেকে হয়েছে এবং যদি কোনো ভুল হয়ে থাকে, সেটি বিচারকদের দায়।

তিনি বলেন, অনেক বিচারক আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে নিয়োগ পেয়েছেন এবং তাদের অপসারণের দায়িত্ব প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। আইনমন্ত্রী বা তিনি নিজে কোনো বিচারককে সরাতে পারেন না। আসিফ নজরুল অভিযোগ করেন, তার ওপর দায় চাপানো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এবং এতে অনলাইন ভিউ ও অর্থনৈতিক লাভের বিষয়ও জড়িত।

তিনি সবাইকে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে বলেন, ইসলাম ধর্মে আত্মসমালোচনা একটি বড় গুণ এবং সমাজে এটি চর্চা করা উচিত।

Card image

Related Videos

logo
No data found yet!