আইনজীবীদের আন্দোলনে বিচার কাজ বন্ধ থাকার পর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে ঢাকা আইনজীবী সমিতি। আবেদনে বলা হয়েছে অভিযুক্ত শুনানি চলাকালে তুচ্ছতাচ্ছিল্য, অসৌজন্যমূলক আচরণ, গালাগালি ও অবিচারিক আচরণ করেছেন। আরো অভিযোগ করা হয়, বার কাউন্সিলের সাথে আলোচনায় বসার প্রস্তাব দিলেও তা অগ্রাহ্য করেছেন অভিযুক্ত। এ নিয়ে জিজ্ঞাসা করলে বলেন, আমি কি ঢাকা বার কাউন্সিলের চাকরি করি! চিঠিতে এসবের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।