Web Analytics
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের সঙ্গে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগেই এই বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা এএফপি জানায়, কাবুলে হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিওর তথ্যে জানা গেছে আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এনজিওটির কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক বলেন, অ্যাম্বুলেন্সে করে অনেককে আনা হয় এবং বিস্ফোরণটি হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার দূরে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাবুলে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। আশপাশের ভবনের কাচ ভেঙে রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। এই ঘটনা এমন সময়ে ঘটল যখন আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত সংঘাত প্রশমনে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় দেশই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের প্রতিশ্রুতি দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।