Web Analytics
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সব সম্প্রদায়ের অধিকার রক্ষাসহ অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। সম্প্রীতির বন্ধনে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সবাইকে সঙ্গে নিয়ে দেশটাকে এগিয়ে নিতে চাই। তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জন্য সব দরজা খুলে রেখেছে। পাহাড়িরা কৃষি বিভাগের উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। উপদেষ্টা বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামের তিন জেলার কফি ও কাজুবাদাম ফলনকে ব্যাপকভাবে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে চাই। প্রয়োজনে সমতল থেকে এক্সপার্ট এনে কাজ করানো হবে। আরও বলেন, আমরা পার্বত্য অঞ্চলের মানুষ আর পেছনে থাকতে চাই না‌। দেশের মেইনস্ট্রিমের সঙ্গে মিশে যেতে চাই। তিনি বলেন, সংশ্লিষ্ট সবাইকে সমাজের প্রতি অবদান রাখতে হবে। সমাজ ধর্ম ও রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতে হবে। ৬০ সালে কাপ্তাই ক্ষতির স্মৃতি ভুলে গিয়ে একে সমৃদ্ধি অর্জনে ব্যবহারের তাগিদ দেন।

Card image

Related Videos

logo
No data found yet!