নিউক্যাসেল, যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত মানবিক কর্মী রুহি লরেন আখতার গাজার জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছে দিতে এবং অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক মনোযোগ তৈরি করতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছেন। ১৮ সেপ্টেম্বর তিনি এই নৌবহরে যোগ দেন, যেখানে বিভিন্ন দেশের মানবিক কর্মী ও আন্দোলনকারী একত্রিত হয়ে গাজায় খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি জিনিসের ঘাটতি তুলে ধরেছেন। রুহি বলেছেন, অন্যায়ের মুখে নীরব থাকা কোনো সমাধান নয়। বহুদিন ধরে ফিলিস্তিনিরা খাদ্য, পানি, জমি, নিরাপত্তা ও চলাফেরার স্বাধীনতার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তার সংস্থা আগে গ্রিস, গাজা ও অন্যান্য এলাকায় বাস্তুচ্যুত ও যুদ্ধ-পীড়িত মানুষের জন্য জরুরি সহায়তা বিতরণ করেছে। ইসরাইলি বাহিনী গাজা থেকে ১২৯ কিমি দূরে ফ্লোটিলাকে আটক করলেও নৌবহরে অন্তত ২০১ যাত্রী ছিলেন, যারা স্পেন, ইতালি, তুরস্ক ও মালয়েশিয়া থেকে এসেছেন। এই উদ্যোগ গাজার মানুষের পাশে বিশ্বমানবিক সংহতির প্রতীক হিসেবে গণ্য হচ্ছে।