ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে বামরাই মব জাস্টিসের প্রবর্তক। তারা আজও শেখ হাসিনার ষড়যন্ত্র টিকিয়ে রাখতে বর্ণচোরার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ফরহাদ বলেন, মতিউর রহমান নিজামীসহ অন্যদের ফাঁসির আদেশ রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। এর দায় শুধু হাসিনার নয়, শাহবাগের ফ্যাসিবাদীদেরও; যারা ১০-১২টা সংগঠন থেকে ২০-২৫ জন নিয়ে টিএসসিতে এসেছে। তিনি বলেন, আমাদের জাতীয় ইতিহাসে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ গৌরবজনক অধ্যায়। বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধকে প্রথমবারের মতো প্রশ্নবিদ্ধ করেছে শাহবাগের পুর্বসূরীরা। পরে শাহবাগ কায়েম করে আওয়ামীলীগকে ফ্যাসিবাদ বানায় এই শাহবাগ। ফরহাদ বলেন, হাসিনা গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে বিচারিক ও বহির্ভূত হত্যাকান্ড, গুম সহ যত অপরাধ করেছে, তার প্রতিটিকেই আমরা উপস্থাপন করেছি। খালেদা জিয়া, মির্জা ফখরুল ও অন্যান্য জাতীয় নেতারা বিভিন্ন সময় সুস্পষ্টভাবে বিচারিক হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, কথিত বিচারে সাইদীর পক্ষে সাক্ষী দিতে আসা হিন্দু ব্যক্তিকেও গুম ও ভারতে পাচার করা হয়। ভুক্তভোগীদের সন্তানদের গুম করা হয়। এই সময় তিনি বিচারিক হত্যাকাণ্ডের বৈধতাদানকারীদের হাসিনার অপকর্মের সহযোগী বলে উল্লেখ করেন।