ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এইচ-ওয়ান বি ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে বৃদ্ধি করেছেন। আজ রোববার থেকে নতুন এই ফি কার্যকর হচ্ছে, যা পূর্বের তুলনায় ৬০ গুণ বেশি। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর ভারত সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের জন্য এইচ-ওয়ান বি ভিসার আবেদনকারীদের ওপর নতুন করে ধার্য করা ১ লক্ষ ডলারের ফি ‘পারিবারিক জীবনে ব্যাপক বিঘ্ন ঘটাবে, যার কারণে এটি মানবিক দিক থেকে গভীর উদ্বেগের বিষয়।’ জানা গেছে, ভারতীয় নাগরিকরাই এইচ- ওয়ান বি ভিসার সবচেয়ে বড় অংশীদার—২০২৪ সালে ইস্যু হওয়া সব ভিসার মধ্যে ৭০ শতাংশেরও বেশি ভারতীয়দের দেয়া হয়েছে। ভারত বলেছে, ‘ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দক্ষ পেশাজীবীদের বিনিময় উভয় দেশের জন্যই গভীরভাবে লাভজনক। তাই নীতিনির্ধারকরা যেন এই সিদ্ধান্তগুলোতে পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের ভিত্তি বিবেচনায় নেন।’ এদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল সোমবার যুক্তরাষ্ট্রে আলোচনার উদ্দেশ্যে রওনা দেবেন।