কুমিল্লার চান্দিনা উপজেলার দড়ানিপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৬২৭৩) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত হন এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।