বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রামের দুই সিনিয়র নেতাকে দলবিরোধী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে। বহিষ্কৃতরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোকাম্মেল হক তালুকদার এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বার। সোমবার গভীর রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। রোকন উদ্দিন সীতাকুণ্ডের আলিনগর এলাকায় এক সহিংস ঘটনার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত, যেখানে একজন নিহত ও ১৪ জন আহত হন। পটিয়ার মোকাম্মেল হককেও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন সিদ্ধান্ত কার্যকর করেন এবং সকল নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।