Web Analytics
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ শুক্রবার দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজের পর দোয়ার আয়োজন করেছে। এই দোয়া অনুষ্ঠিত হচ্ছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দলটির এই উদ্যোগে নেতাকর্মীদের ঐক্য ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে, যা খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে দলের আবেগ ও প্রত্যাশার প্রতিফলন।

Card image

Related Videos

logo
No data found yet!