মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে কোকেন উৎপাদন কেন্দ্র ও মাদক পাচারের রুটে সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছেন বলে তিনজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি আধুনিক বিমানবাহী রণতরি ও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যা সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। সিআইএ ইতিমধ্যে ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমতি পেয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে কূটনৈতিক আলোচনা স্থগিত করেছে, কর্মকর্তারা বলছেন—কূটনৈতিক পথ এখনো বন্ধ হয়নি। কিছু মার্কিন উপদেষ্টা মনে করছেন, মাদকবিরোধী অভিযানের মাধ্যমে মাদুরোর ক্ষমতা দুর্বল করা সম্ভব। তবে বড় ধরনের স্থল অভিযান হলে তা কংগ্রেসের অনুমোদন সাপেক্ষ হতে পারে। এদিকে, সামরিক উপস্থিতি ও আক্রমণের আশঙ্কায় লাতিন আমেরিকাজুড়ে উত্তেজনা ও উদ্বেগ বাড়ছে।