বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে প্রশাসনিক কার্যক্রম ও সাম্প্রতিক সরকারি কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। যদিও বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি, এটি উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যেখানে নীতিমালা বাস্তবায়ন ও মন্ত্রণালয়গুলোর সমন্বয় নিয়ে আলোচনা হয়। এই বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক ধারাবাহিকতা ও সুশাসন বজায় রাখার প্রচেষ্টার প্রতিফলন।