শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা ও আশপাশের জেলা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের টেকটোনিক প্লেটের গভীরে রিভার্স ফল্টিংয়ের কারণে এই ভূমিকম্প ঘটে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট-ডোহার্টি আর্থ অবজারভেটরির গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশ তিনটি টেকটোনিক প্লেট—ভারতীয়, ইউরেশিয়ান ও বার্মিজ—এর সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারীর মতে, দেশের অন্তত পাঁচটি ফল্ট লাইন রয়েছে, যার মধ্যে নোয়াখালী-সিলেট লাইনটি এ ভূমিকম্পের কারণ হতে পারে। ভূমিকম্পে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন এবং আহত হয়েছেন ৫৫০ জনের বেশি। রাত পর্যন্ত সরকারি হাসপাতালে চার শতাধিক আহত চিকিৎসা নিয়েছেন, ১৬৭ জন ভর্তি এবং ১৬ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।