ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- একই ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার আমির হোসেন (২৭)। বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোরে ভূঁইয়া বাড়ির আব্দুল খালেকের গোয়ালের গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন নয়ন ও আমির। টের পেয়ে খালেকের চিৎকারে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী। একপর্যায়ে বাড়ির জামে মসজিদের মাঠে তাদের ধরে গণপিটুনি দেওয়া হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ। এর আগেই মারা যান তারা।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।