Web Analytics
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পিলখানার বর্বরতা কোনো সেনা সদস্য করে নাই। কোনো ইফ এবং বাট ছাড়াই এই ঘটনা তদানীন্তন বিডিআর এর সদস্যরা ঘটিয়েছে। তিনি আরো বলেন, ইফ এবং বাট আনলে ১৬-১৭ বছর ধরে যারা জেলে আছেন, যারা কনভিক্টেট, সেই বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। তিনি বলেন, আমি এ ঘটনার চাক্ষুষ স্বাক্ষী, এই দিনে আমরা ৫৭ সেনা অফিসার হারিয়েছি, এমনকি কিছু পরিবারের সদস্যদেরও। তিনি বলেন, দোষীরাই শাস্তি পেয়েছে। এখন কমিশন হয়েছে বাহিরের কোনো শক্তি ও রাজনৈতিক শক্তি যুক্ত কিনা সেটার জন্য। তিনি এই সময় সতর্ক করে বলেন, কেবল বিডিআর সদস্যদের গুলিতে অফিসারদের প্রাণ হারানো নিয়ে বিতর্ক হচ্ছে, এটা মঙ্গলজনক হবে না ‌

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।