গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকল ইঞ্জিনটি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উদ্ধার করা হলে রেল যোগাযোগ পুনরায় চালু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়লে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের রেল যোগাযোগ ব্যাহত হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম জানান, ইঞ্জিন বিকলের কারণে কয়েকটি ট্রেনের সময়সূচি বিপর্যয় ঘটে, তবে বিকল্প ইঞ্জিন পাঠানোর পর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কাওরাইদ স্টেশন ছাড়ার পর ইঞ্জিনে বিকট শব্দ ও মবিল ছিটকে পড়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ট্রেন থেকে নেমে যান।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কিছু ট্রেন বিলম্বে চলছে। এই ঘটনা রেল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থার ঘাটতি পুনরায় সামনে এনেছে।