আসন্ন জাতীয় গণভোট আয়োজনের বিষয়ে সরকারের কাছ থেকে দ্রুত নির্দেশনা চাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। নিবন্ধন পাওয়ার পর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রথম সংলাপে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোট বাস্তবায়নের নীতিমালা এখনো স্পষ্ট নয় এবং সময়ও সীমিত, তাই দ্রুত সরকারি নির্দেশনা প্রয়োজন। তিনি ইসিকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে নিরপেক্ষতা বজায় থাকলে এনসিপি পূর্ণ সহযোগিতা করবে। দলটি জোটের প্রার্থী নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধানকে স্বাগত জানায় এবং এ সিদ্ধান্তে ইসিকে অনড় থাকার আহ্বান জানায়। এছাড়া নারী সদস্যদের সাইবার হয়রানি রোধে মনিটরিং সেল গঠনের দাবি জানানো হয় এবং প্রবাসী ভোটারদের নিবন্ধন সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। সংলাপ শেষে এনসিপি জানায়, নির্বাচনী প্রচারণায় ছবি ব্যবহারের বিষয়ে তাদের বক্তব্য সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে।