রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার সন্ধ্যায় হাইকোর্ট এলাকা থেকে হাসানুজ্জামান (৩৫) ও আলমগীর শিকারি (৪৬) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। সিআইডির তথ্যমতে, চক্রটি তাবলীগ জামাতসহ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে অর্থ আদায়ের ফাঁদ তৈরি করত। গত ১৪ অক্টোবর যাত্রাবাড়ী এলাকায় জামাল (ছদ্মনাম) ও তার সহকর্মী রেজাউল করিমকে নিজেদের সিআইডি পরিচয় দিয়ে অপহরণ করে চক্রটি। তাদের হাসনাবাদের একটি ভবনে নিয়ে পাঁচ কোটি টাকা দাবি করা হয় এবং ভয় দেখিয়ে এক কোটি ১০ লাখ টাকা আদায় করা হয়। পরে ভিডিও ধারণ করে পুনরায় অর্থ দাবি করা হয়। জামাল ৬ নভেম্বর থানায় মামলা করলে সিআইডি তদন্ত শুরু করে এবং দুইজনকে গ্রেপ্তার করে। তারা অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি। বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।