ফরহাদ মজহার বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে দিল্লির প্ররোচনায় ৭২-এর সংবিধানকে চাপিয়ে দেওয়া হয়েছিল। সংবিধানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বাঙ্গালি জাতীবাদ ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এগুলো ৭১-এর আন্দোলনের অংশ ছিল না। এগুলো চাপিয়ে দেওয়া হয়। অতএব ৭২-এর সংবিধান অবশ্যই বাতিল করতে হবে। নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। তিনি বলেন, গত পাঁচ আগস্টে সংগ্রামে আমরা জয়ী হলাম। তবে অল্পটুকু জয়ী হয়েছি পূর্ণ বিজয় এখনো হয়নি। কারণ এই বিজয়টাতেই ঢুকিয়ে ফেলেছি আবার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। আওয়ামী লীগের ভূত এখনো জারি রয়েছে। সেই আওয়ামী লীগের ভূতের নাম হচ্ছে ৭২-এর সংবিধান। কবি ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ছাত্ররা যখন জুলাই ঘোষণা দিতে চেয়েছিল সেই নতুন ঘোষণা দিতে দেন নাই ড. ইউনূস। এটা তিনি ঠিক করেন নাই।