উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘সরকার জনগণের কাছে আসবে। জনগণ সরকারের দ্বারে দ্বারে ঘুরবে না। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্ররা প্রাণ দিয়েছে। কতজনের অঙ্গহানি হয়েছে। কারো চোখ নাই। এখনই আন্দোলন থেমে যাওয়া উচিত না। দেশ থেকে আন্যায় দূর করতে হবে।’ উপদেষ্টা বলেন. বিল বাঁওড়গুলো শুধু মাত্র রেভিনিউ বৃদ্ধির নামে ভূমি মন্ত্রণালয় ইজারা দিতে পারে না। জীবন জীবিকা পরিবেশ মানুষের ক্ষতি হয় এমন কাজ করতে পারে না। ইজারা নিয়ে একটি অসাধু গোষ্ঠী লাভবান হচ্ছে। বিল বাঁওড়ের ওপর নির্ভরশীল জেলে জনগোষ্ঠীর জীবন জীবিকা ঝুকিঁপূর্ণ হয়ে উঠছে; যা সরকারের কাম্য নয়। আরও বলেন, নির্বাচন আমরা সবাই চাচ্ছি অবশ্যই নির্বাচন হবে। যে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।