মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। এতে মায়োমা মসজিদের সাবেক ইমাম সোয়ে নাই ১৭০ স্বজন-প্রিয়জনকে হারিয়েছেন। জানা গেছে, সাগাইংয়ে তিনটি মসজিদ ধসে পড়ে, যার মধ্যে সেখানকার সবচেয়ে বড় মসজিদ মায়োমাও রয়েছে। ধসে পড়া তিনটি মসজিদের ভেতরে থাকা অনেক মুসল্লি নিহত হয়েছেন। পরের কয়েক দিনে সোয়ে নাই একের পর এক স্বজন, বন্ধু ও সাবেক সহকর্মীর মৃত্যুর খবর পেতে থাকেন। তাদের বেশির ভাগই মারা গেছেন মসজিদে। ইমাম সোয়ে বলেন, 'নিহত ব্যক্তিদের মধ্যে ছোট ছোট শিশুরাও রয়েছে।' সোমবার মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং বলেছেন, নামাজ আদায় করার সময় ভূমিকম্পে মসজিদ ধসে পড়ে প্রায় ৫০০ মুসল্লি মারা গেছেন।