রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে মিরপুর ও উত্তরা এলাকা থেকে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৫ ডিসেম্বর) দিনভর পরিচালিত এই অভিযানে পল্লবী, উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানা অংশ নেয়। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পল্লবী থানা মিরপুর থেকে ১৭ জন, উত্তরা পূর্ব থানা ১৬ জন এবং উত্তরা পশ্চিম থানা ১৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ কর্মকর্তারা মনে করছেন, ধারাবাহিক অভিযানের ফলে নগরবাসীর নিরাপত্তা ও আস্থা আরও বৃদ্ধি পাবে।