যেসব আফগান শরণার্থী যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য অনুমোদিত হননি, তাদে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার টিআরটি ওয়ার্ল্ডে এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালানো হতে পারে। ইসহাক দার পর্যালোচনা করবেন বলে বলেন, যদি কোন শরণার্থীকে অন্য কোন দেশে নেওয়ার কথা থাকে এবং সে প্রক্রিয়া সম্পন্ন না হয়, তবে তাকে পাকিস্তানে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে। এতে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা গেছে। ২০২১ সালে ৬ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছিল পাকিস্তানে, এদের একটা অংশ যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছে, আরেকটা অংশ যেতে অপেক্ষায়!