দুবাইয়ে ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে সেঞ্চুরি করলেও দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়েছেন তাওহীদ হৃদয়। ক্র্যাম্পের কারণে শেষ পর্যায়ে রান তোলা যায়নি বলে স্বীকার করেন। ধ্বস নামে ম্যাচের শুরুতেই, ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে রান আসে ৩৫! এরপর হৃদয় আর জাকের মিলে ২০৬ বলে ১৫৪ রানের রেকর্ড জুটি গড়ে হাল ধরেন। হৃদয় বলেন, আমি কেবল একটি পার্টনারশিপ গড়ে তুলতে চেয়েছিলাম, আর কিছু নয়। ১১৪ বলে ৬৮ রান করে বিদায় নেন জাকের, এরপর রানে নেমে আসে একপ্রকার স্থিরতা। জাকের বলেন এই সময়ে আরো রান আনতে পারলে ভালো হতো। ২২৮ রানেই জেতা সম্ভব ছিল, যদি আমরা শুরুতে আরো কয়েকটা উইকেট নিতে পারতাম বলে জানান এই তরুণ উদ্যমী ক্রিকেটার।