শুক্রবার এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে দলের অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক কাজের স্বার্থে ৬৪ জেলাকে ১৯টি জোনে ভাগ করা হয়। জেলা কমিটি সর্বনিম্ন ৩১ সদস্য থেকে সর্বোচ্চ ৫১ সদস্য নিয়ে গঠিত হবে এবং উপজেলা কমিটি সর্বনিম্ন ২১ সদস্য থেকে সর্বোচ্চ ৪১ সদস্য নিয়ে গঠিত হবে; উভয় কমিটির আহ্বায়ক নির্ধারণে বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে একটি সাংগঠনিক ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি সপ্তাহেই বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।