ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী রোববার জানিয়েছে, তারা হিজবুল্লাহর বেশকিছু স্থাপনায় হামলা করেছে, যেখানে গোষ্ঠীটির কার্যক্রম চলছিল। বিবৃতিতে আরো বলা হয়, হামলায় রকেট লঞ্চারসহ অস্ত্রভান্ডার ধ্বংস করা হয়েছে। আইডিএফ জানায়, হিজবুল্লাহর এসব কর্মকাণ্ড ইসরাইল ও লেবাননের সমঝোতা লঙ্ঘন করছে। অপরদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বেকা উপত্যকায় তিনটি হামলা চালিয়েছে ইসরাইল। অপরদিকে হৌলা শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলাগুলো এমন সময়ে হয়েছে যখন ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইসরাইল পুরোপুরি সেনা প্রত্যাহারের কথা। হিজবুল্লাহর উপপ্রধান বলেছেন, কোনো দোহাইয়েই গ্রহণযোগ্য হবে না।