জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, নারীদের কর্মঘণ্টা কমানো নিয়ে জামায়াত ইসলামী যে বক্তব্য দিয়েছে তা অসামঞ্জস্যপূর্ণ ও হতাশাজনক। তিনি বলেন, নারীদের কর্মস্পৃহা বাড়ানোর পরিবর্তে এই ধরনের আলোচনা নারীর অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিজ মিলনায়তনে ‘গণতন্ত্র বিনির্মাণে নারী: আমরা কী পেলাম’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। তাসনিম জারা আরও বলেন, গণঅভ্যুত্থানের পর সংসদে সংরক্ষিত নারী আসন সংস্কারের সুযোগ থাকলেও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। শহর ও প্রান্তিক নারীদের নীতি নির্ধারণে সমান সুযোগ দিতে হবে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে নারীরা রাজনীতিতে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। দলের আরেক নেতা সামান্তা শারমীন বলেন, দেশের রাজনীতি অর্থ, অস্ত্র ও পেশীশক্তিনির্ভর হওয়ায় নারীরা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় পিছিয়ে আছেন।