এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে আলাদা কমিশনের অধীনে নেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। এজন্য আন্দোলনে যেতে পারে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। ইতোমধ্যে এনআইডি নিয়ে সরকারের নেওয়া উদ্যোগের বিরুদ্ধে সিইসি এ এম এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে জড়ো হয়েছেন তারা। তারা বলেছেন, এতে যদি কাজ না হয় প্রথমে অর্ধবেলা কর্মকর্তা বিরতিতে যাবো, এরপর পূর্ণ বেলা। তাও না হলে সারাদেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেব। জানা যায়, জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ-জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠায় ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫’ নামে একটি অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।