বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ঘোষণা করেছে, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে তাদের পদ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত না করা হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে। সোমবার ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, এই উন্নীতকরণে সরকারের অতিরিক্ত ব্যয় হবে না, কারণ অধিকাংশ কর্মকর্তা ইতোমধ্যেই উচ্চতর গ্রেডে বেতন পাচ্ছেন। তারা দাবি করেন, পদোন্নতি পেলে প্রশাসনিক কর্তৃত্ব, সামাজিক মর্যাদা ও কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে। বর্তমানে অনেক কর্মকর্তা ২৫–৩০ বছর একই পদে থেকে অবসর নিচ্ছেন, যা হতাশা সৃষ্টি করছে। সংগঠনটি আরও জানায়, অন্যান্য উপজেলা পর্যায়ের সমপদমর্যাদার কর্মকর্তারা ইতোমধ্যে ৯ম গ্রেডে উন্নীত হয়েছেন। তারা সতর্ক করেন, পদোন্নতি না হলে প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত হতে পারে এবং প্রাথমিক শিক্ষার তদারকি দুর্বল হবে। সংগঠনটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত এই দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।