গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ শহর রাফাহ পুরোপুরি দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করছে আইডিএফ। দাবি অনুযায়ী, খান ইউনিস ও রাফাহর মধ্যকার অঞ্চলের ‘মোরাগ’ করিডর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে শহরটিকে অবশিষ্ট গাজা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরাইলী দখলদার বাহিনী। যুদ্ধবিরতির পর গাজাবাসীর আশ্রয়স্থল ছিল এই শহরটি। এখন এখান থেকেও তাদের সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধ করে হামাসকে নির্বাসিত করার এবং সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার এটাই শেষ সুযোগ। যদি গাজার বাসিন্দারা কথামতো কাজ না করে, তবে পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি অভিযান ছড়িয়ে পড়বে।