বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এমআরপি (রেগুলেটরি অ্যান্ড স্টেকহোল্ডার রিপোর্টিং) বিভাগের অফিসার পদে। আবেদনকারীদের অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে বিবিএ ডিগ্রি ও মাইক্রোসফট এক্সেল, টেবিলো, পাওয়ার বিআই, ওরাকল ইআরপি-তে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এই ফুলটাইম অফিস ভিত্তিক চাকরির স্থান ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১ জুন থেকে ২২ জুন ২০২৫ পর্যন্ত। বেতন আলোচনাসাপেক্ষ এবং প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী সুবিধা থাকবে।