Web Analytics
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে যাত্রীবাহী বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন ট্রাক চালক রাশেদ শেখ (২৮) ও হেলপার নবীন শেখ (২২), দুজনের বাড়ি ফরিদপুর সদর কোতোয়ালি থানার কমলাপুর ধলার মোড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মামুন জানান, ফরিদপুরগামী বাস ও ভাঙ্গাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলিম জানান, নিহতদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আহত ট্রাক হেলপার রহমান জানান, মূল চালক দেরি করায় তারা নিজেরাই ট্রাক চালিয়ে ইট আনলোড করতে ভাঙ্গায় আসার পথে দুর্ঘটনার শিকার হন।

Card image

Related Videos

logo
No data found yet!