Web Analytics
গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ কক্সবাজারে ‘গণভোট ২০২৬’ সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি হলে আয়োজিত সভায় তিনি বলেন, বাংলাদেশে আর গুম, বিচারবহির্ভূত হত্যা বা ক্রসফায়ারের দিন চলবে না। তিনি জনগণকে আহ্বান জানান ‘হ্যাঁ’ ভোট দিতে, যাতে ভোটের অনিয়ম ও রাতের ভোটের সংস্কৃতি বন্ধ হয়।

তিনি জানান, ১,৪০০ ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগের স্বপ্ন বাস্তবায়নে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং সব রাজনৈতিক দলই এর পক্ষে রয়েছে। জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা প্রশাসন গণভোট প্রচারে ব্যানার, পোস্টার, চলচ্চিত্র প্রদর্শন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার বিস্তারিত তুলে ধরে।

চট্টগ্রাম ও বান্দরবান সফর শেষে আদিলুর রহমান খান শনিবার সকাল থেকে কক্সবাজারে কার্যক্রম শুরু করেন এবং রাত ৮টায় রাজধানীতে ফেরার কথা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!