দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজা সিটি ও খান ইউনিসে ইসরাইলি বিমান ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, বৃহস্পতিবার সকালে হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি ড্রোন ও ট্যাংক বেসামরিক এলাকায় হামলা চালিয়ে দক্ষিণ থেকে উত্তর গাজায় ফেরা রোধ করছে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হওয়া চুক্তিতে বন্দি বিনিময়, মানবিক সহায়তা প্রবেশ ও ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ধাপে হামাস ২০ জন ইসরাইলিকে মুক্তি দেবে, বিনিময়ে ইসরাইল ছাড়বে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে। প্রায় ৪০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পাবে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।