মুর্শিদাবাদের বেহরামপুরে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি এসআইআর ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং সাম্প্রদায়িক বিভাজন বাড়াচ্ছে। তিনি দাবি করেন, এসআইআর-সংক্রান্ত ঘটনায় নিহতদের অর্ধেকেরও বেশি হিন্দু, যা বিজেপির ধর্মীয় রাজনীতির প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করে। মমতা জানান, রাজ্যে কখনো এনআরসি বা ডিটেনশন ক্যাম্প চালু হতে দেবেন না। সংশোধিত ওয়াকফ সম্পত্তি আইনের বিরোধিতা করে তিনি আশ্বাস দেন, রাজ্যের সব ওয়াকফ সম্পত্তি অক্ষত থাকবে এবং ধর্মীয় স্থান নিয়ে ছড়ানো গুজব সম্পূর্ণ মিথ্যা। সম্প্রতি জঙ্গিপুর ও উমরপুরে ওয়াকফ আইন নিয়ে সহিংসতায় তিনজন নিহত ও বহু মানুষ গৃহহীন হন। মমতা বিজেপির ভোট বিভাজনের কৌশল ও সীমান্ত নিয়ন্ত্রণে কেন্দ্রের ব্যর্থতার সমালোচনা করেন। তিনি মুর্শিদাবাদের ঐতিহ্য ও ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি স্মরণ করিয়ে দিয়ে দাঙ্গার রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান জানান।