জর্জিয়ায় নির্বাচনী কারচুপির অভিযোগ ও সরকারের বিরোধী ক্রমবর্ধমান দমননীতি এবং ইউরোপীয় ইউনিয়ন যোগদানের আলোচনার স্থগিতের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। রাজধানী তিবলিসিতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়; পুলিশ জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে এবং অনেককে আটক করে। গত বছরের সংসদীয় নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিমের বিজয়কে বিরোধী দলগুলো অবৈধ বলে দাবি করেছে। স্থানীয় নির্বাচনের দিন অধিকাংশ বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ বর্জন করে। বিক্ষোভের অন্যতম সংগঠক অপেরা গায়ক বুড়চুলাদজে এক ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে তারা যেন অবিলম্বে জর্জিয়ান ড্রিম দলের ছয়জন শীর্ষ নেতাকে গ্রেফতার করেন। সরকারের ক্রমবর্ধমান দমননীতি, স্বাধীন মিডিয়া ও পশ্চিমপন্থি রাজনৈতিক নেতাদের উপর কঠোর নজরদারি চলেছে। শত শত বিক্ষোভকারীকে অবৈধ কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য প্রায় ১,৮৩৫ ডলার জরিমানা করা হয়েছে। হাজার হাজার মানুষ জর্জিয়ান ও ইউরোপীয় ইউনিয়ন পতাকা হাতে মিছিল করেছেন, জনগণের ইচ্ছা ও রাজনৈতিক জবাবদিহি দাবি করে।