আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে বাংলাদেশ গড়েছে টেস্ট ইতিহাসের এক বিরল রেকর্ড। ইনিংসের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ে বাংলাদেশ নাম লিখিয়েছে এমন কীর্তির তালিকায়, যা এর আগে মাত্র দুইবার দেখা গিয়েছিল। ১৯৭৯ সালে ভারত এবং ২০২৩ সালে পাকিস্তান এই কীর্তি গড়েছিল। ৯৫ রানে তিন উইকেট হারানোর পর মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। মুশফিক করেন ১০৬ রান, মুমিনুল ৬৩, আর লিটন-মিরাজ জুটি যোগ করেন আরও ১২৩ রান। এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো এক ইনিংসে তিনটি শতরানের জুটি। ১২ বছর পর এমন কীর্তি গড়ে দলটি আবারও প্রমাণ করল তাদের ব্যাটিং গভীরতা ও ধারাবাহিকতা।