ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লটারির আগে ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকদের তালিকা সংগ্রহ করা হয় এবং সেই তালিকার ভিত্তিতেই লটারি অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের থানাগুলোর মধ্যেই এই বদলি হয়েছে, মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ক্ষেত্রে কমিশনাররা অভ্যন্তরীণভাবে পদায়ন করবেন। ঢাকা রেঞ্জে ৯৮, চট্টগ্রামে ১১১, খুলনায় ৬৪, ময়মনসিংহে ৩৬, বরিশালে ৪৬, সিলেটে ৩৯, রাজশাহীতে ৭১ এবং রংপুরে ৬২ থানার ওসি বদলি করা হয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) বদলি করেছিল, যা নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার অংশ হিসেবে দেখা হচ্ছে।