মঙ্গলবার বিকেলে ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা দ্রুতই বস্তির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বিকাল ৫টা ১৯ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো যানজট ঠেলে ঘটনাস্থলে পৌঁছায়, তবে পানির তীব্র সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মোট ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছে এবং অতিরিক্ত পানিবাহী ইউনিট পাঠানো হয়েছে। আতঙ্কে বস্তিবাসীরা ঘর থেকে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছে এবং নিরাপত্তার স্বার্থে কাউকে বস্তির ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এখনো আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।