এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমাতে ওই চাঁদা চাওয়া হয়। রোববার রাতে বৈষম্যবিরোধী চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলামের আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। এদিকে নিজাম বলেছেন, এটা তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। ভাইরাল মেসেঞ্জারে টেক্সট করার ভিডিওতে এক দফা ৫ লাখ টাকা আদায়ের পর আফতাব হোসেনকে বলা হয়, আরও ৫ লাখ টাকা নিতে পারো কিনা দেখো প্রেসার দিয়ে। নিতে পারলে রোহান, মীরদেরকে কিছু দিয়ে আন্দোলন বন্ধ করা হবে। এই মীর, আফতাব, রোহানরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। এর আগেও নিজামের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল।