‘প্যানোরমা’ বিতর্কের জেরে বিবিসির অভ্যন্তরীণ সংকট আরও গভীর হয়েছে, বোর্ড সদস্য সুমিত ব্যানার্জি শাসনব্যবস্থায় সমস্যার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন। এর আগে নভেম্বরের শুরুতে মহাপরিচালক টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। ব্যানার্জি অভিযোগ করেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। বিতর্কের সূত্রপাত হয় ‘প্যানোরমা’র একটি পর্ব থেকে, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২১ সালের এক ভাষণের অংশ সম্পাদনা করে প্রচার করা হয়। বিবিসি এক বিবৃতিতে ব্যানার্জির পদত্যাগ নিশ্চিত করেছে এবং জানিয়েছে, তার মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ছিল। ২০২২ সাল থেকে বোর্ডের নন-এক্সিকিউটিভ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ব্যানার্জি প্রযুক্তি খাতের পরামর্শ ও বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। বোর্ডের দায়িত্ব বিবিসির কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ ও গণসেবা মিশন বাস্তবায়ন নিশ্চিত করা।