শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের হার ডাবল ডিজিটে উন্নীতকরণ, মন্দ ঋণ কমাতে নজরদারি বাড়ানো, আর্থিক খাতে সুশাসন এবং ঋণের সুদ হার কমানোর পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। একই সঙ্গে মূল্যস্ফীতি রোধে বাজার কঠোর নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছেন তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান বলেন, আমাদের ৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতিতে মাত্র ৪০ বিলিয়ন ডলারের রাজস্ব আহরণ কোনো ভাবেই কাম্য নয়। লজিস্টিক পলিসি ও বাণিজ্য সহায়তা সঠিক ভাবে কাজে লাগাতে পারলে সামগ্রিক বাণিজ্য ব্যয় ১০-১৫ শতাংশ কমানো সম্ভব।