Web Analytics
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে অবস্থানরত দেশটির নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইরানে ব্যাপক বিক্ষোভ দমন অভিযানে হাজারো মানুষ নিহত ও গ্রেপ্তার হয়েছে। তেহরানে ভারতীয় দূতাবাস বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ইরানে থাকা ভারতীয় ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের উপলব্ধ যে কোনো পরিবহনের মাধ্যমে দ্রুত দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমান, ইরানে সাধারণত প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করেন। দূতাবাসের বার্তায় নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এবং দ্রুত যাত্রার ব্যবস্থা করতে বলা হয়েছে।

এই নির্দেশনা ইরানের ক্রমবর্ধমান অস্থির পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগকে প্রতিফলিত করছে এবং দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!