২০২৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ার কথা রয়েছে ফ্রান্সের রাজনীতিবিদ মেরিন লি পেনের। তবে ইইউ তহবিলের অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এতে পেনের প্রেসিডেন্ট প্রার্থিতার প্রধান বাঁধা হতে পারে। বিবিসি জানিয়েছে, এখনও এ রাজনীতিবিদের সাজা সম্পর্কে কোনো রায় দেননি বিচারক। প্রসিকিউটররা বলেছেন, শাস্তি কেবল তিন লাখ ইউরো জরিমানা ও কারাদণ্ড হওয়া যথেষ্ট হবে না। আগামী পাঁচ বছর তিনি যাতে কোনো সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার সে যোগ্যতাও ছিনিয়ে নেওয়া উচিত। লি পেন বলেন, মামলায় হেরে গেলে তিনি আপিল করবেন। আর আপিলের সময় তার সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা কেড়ে নেওয়া সমীচীন হবে না।