ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ১২ ফেব্রুয়ারি ট্রাম্প-মোদির যে বৈঠক, তার আগে এটা ছিল লিটমাস টেস্ট। কেমন প্রতিক্রিয়া দেখান সেইটা তারা দেখতে চেয়েছিল। জাতীয় নাগরিক কমিটির এক আলোচনা সভায় তিনি আরো বলেন, আপনারা যারা নিন্দা করেছেন, বলছেন যে ভাঙার রাজনীতি চান না। কিন্তু আমার কথা হচ্ছে এটা ভাঙার রাজনীতি সাথে গড়ারও রাজনীতি। শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভূরাজনীতির সম্পর্ক রয়েছে বলে মনে করছেন তিনি। এই সময়ে নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানান তিনি, বলেন, সাংবিধানিক প্রতিবিপ্লবের কারণে যে গণঅভ্যুত্থান সফল করা যায়নি, সেই গণঅভ্যুত্থানকে পূর্ণ করার জন্য নতুন গঠনতন্ত্র প্রণয়নের রাজনীতি করতে হবে। তিনি নতুন দলকে বিপ্লবী চেতনা ধারণ করতে বলেন, বিএনপির মতো নির্বাচনবাদী দল না!