বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। নাটোর জেলা জিয়া পরিষদ আয়োজিত “আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকার নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে একটি গর্বিত প্রজন্ম তৈরির উদ্যোগ নিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও দলীয়করণ বাড়িয়েছে, এমনকি যারা পড়ালেখা করেনি তাদেরও শতভাগ পাশ দেখানো হয়েছে। তিনি অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দিয়ে সরকার লুটপাট ও স্বজনপ্রীতি চালিয়েছে। দুলু প্রতিশ্রুতি দেন, বিএনপি আবার ক্ষমতায় এলে নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করবে এবং শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করবে।