জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (১০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৭ ও ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২০ ডিসেম্বর যাচাই–বাছাই এবং ২১ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত শিক্ষক মিলনায়তনে এবং একই দিনে ফলাফল প্রকাশ করা হবে।
রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে বিভিন্ন বিভাগের চারজন শিক্ষক রয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং সম্পাদকীয় পদে ১ হাজার ৫০০ টাকা। কমিশনের সদস্যরা উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।
এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।