Web Analytics
যশোরে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে বিএনপির স্থানীয় নেতা আলমগীর হোসেন (৫০) নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে সাতটার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর শঙ্করপুর এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে এবং যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

তার বড়ভাই জাহাঙ্গীর হোসেন জানান, আলমগীর ওই সময় এলাকায় গল্প করছিলেন, তখন অজ্ঞাত দুর্বৃত্তরা তার মাথার বাম পাশে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর মুমিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!